যুক্তরাজ্যে ষ্টুডেন্ট ডিসকাউন্ট কার্ডের সুবিধা নিতে পারেন যে কোন বয়সে


যুক্তরাজ্যে ষ্টুডেন্ট ডিসকাউন্ট কার্ডের সুবিধা নিতে পারেন যে কোন বয়সে ।যদিও ষ্টুডেন্ট বা শিক্ষার্থী বলতেই আমরা মনে করি ছোট বাচ্চা থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পড়ালেখা করাকালীন কোন ছাত্র বা ছাত্রী। আমরা যারা উপমহাদেশে শৈশব ও কৈশর কাটিয়েছি তাদের মনে এ ধারনা বদ্ধমূল। তবে বিলেতে ছেলে বুড়ো যে কেউই পড়ালেখায় নিয়মিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেন। প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহনে বয়সের কোন বৈষম্য নেই। তাই শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট কার্ড নিতেও কোন সমস্যা নেই। এখানে সকলেই নিতে পারেন এরকম বহু সুবিধাযুক্ত একটি ষ্টুডেন্ট কার্ড নিয়ে আলোচনা করব।

ষ্টুডেন্ট ডিসকাউন্ট কার্ড কী?

নিয়মিত শিক্ষার্থীদের দৈনন্দিন বিভিন্ন কেনাকাটায় কিছু ছাড় পাওয়া যায় যা দিয়ে সেটিই হল ষ্টুডেন্ট ডিসকাউন্ট কার্ড। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং সেবাদানকারী সংস্থা শিক্ষার্থীদের প্রণোদনা সুলভ মূল্য ছাড় দিয়ে থাকে। যুক্তরাজ্যে এরকম ডিসকাউন্ট কার্ড হল টোটাম এবং ইউনিডেইজ।

টোটাম ডিসকাউন্ট কার্ড সকলেই পেতে পারেন

কোন কোর্সে লেখাপড়া করছেন এমন যে কেউ এই টোটাম কার্ডের জন্য আবেদন করতে পারেন। সেটা সরাসরি কোন শিক্ষা প্রতিষ্ঠানে, দূর শিক্ষণে কিংবা অনলাইনে হলেও বাঁধা নেই। এখানে শিক্ষার্থীর বয়সেরও কোন সীমাবদ্ধতা নেই। শুধুমাত্র আপনি যুক্তরাজ্যে আছেন এবং ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়ে এর বার্ষিক ফি ১৩ পাউন্ড পরিশোধ করতে পারলেই হবে।

nus1

টোটাম কার্ডে কী কী সুবিধা পাবেন?

এই ডিসকাউন্ট কার্ডে অনেক সুবিধা পাওয়া যায়। কার্ডের সাথে কিছু শপিং কুপন থাকে যা দিয়ে কার্ডের বার্ষিক ফির অনেকটাই উঠে যায়। এর মধ্যে কো-অপোরেটিভ সুপারমার্কেটের কিছু কুপনও অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও মোটা দাগে যেসব সুবিধা পাবেন তাহল:

সুপারমার্কেট ডিসকাউন্ট:

যুক্তরাজ্যের অন্যতম সুপারমার্কেট কো-অপোরেটিভ এবং টি জে হিউজেস এ পাবেন যেকোন পণ্যে ১০% ডিসকাউন্ট। এছাড়া বুটস এর নিজস্ব লয়ালিটি কার্ড এডভান্টেজ কার্ডের সাথে টোটামেও পাবেন ১০% ছাড়। অনলাইন সুপার মার্কেট আমাজন থেকে বই কিনলে পাবেন ১০% ডিসকাউন্ট।

ফ্যাশনে ডিসকাউন্ট:

যুক্তরাজ্যের অনলাইন এবং হাই ষ্ট্রিটের শীর্ষ প্রায় সব দোকানেই টোটাম কার্ডে ১০% থেকে ২০% মূল্য ছাড় পাওয়া যায়। এই সুবিধা সেল আইটেমেও প্রযোজ্য। শীর্ষ কয়েকটি ব্র্যান্ড হল এসস, বহু, টপম্যান, নিউ লুক, বারটন ইত্যাদি। এছাড়া এইচ এন্ড এম বছরের কিছু সময় টোটাম কার্ডে ২০% ডিসকাউন্ট প্রদান করে।

ভ্রমণে ডিসকাউন্ট:

টোটাম কার্ডে পরিবহন এবং হোটেলেও ডিসকাউন্ট আছে। মেগা বাস এবং ক্রস কাউন্টি ট্রেনের টিকেটে পাওয়া যাবে ১০% ডিসকাউন্ট। ট্রান্সপেনী এক্সপ্রেস ট্রেনে পাওয়া যাবে ২৫% ডিসকাউন্ট। অনলাইন হোটেল বুকিং সাইট হোটেল.কম এবং ইজি হোটেলে পাওয়া যায় ১০% ডিসকাউন্ট। এছাড়া আমিরাত এয়ারলাইন্সেও পাওয়া যাবে সর্বোচ্চ দশ ভাগ মূল্য ছাড়।

অনলাইন সুপারমার্কেট আমাজনে ৬ মাস প্রাইম মেম্বারশীপ (যাতে অন্তর্ভুক্ত আছে ফ্রি ডেলিভারী এবং টিভি অনুষ্ঠান) পাওয়া যায় বিনামূল্যে।

সবচেয়ে বড় ব্যাপার হল এটি একটি ফটো কার্ড যা দিয়ে ক্ষেত্র বিশেষে ফটো আইডির কাজ চালিয়ে নেয়া যায়। বিলেতের হোম অফিসে যাদের আবেদনপত্র দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় আছে এবং হাতে কোন ফটো আইডি নেই তারা এই আইডি কার্ড দিয়ে অনেক ঝামেলা থেকে পরিত্রাণ পাবেন।

আরও পড়ুন: ব্যালেন্স ট্রান্সফার ক্রেডিট কার্ডে যেসব সুবিধা পাবেন

টোটাম কার্ডে আবেদনের যোগ্যতা কী:

টোটাম কার্ড আবেদনের ক্ষেত্রে বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। তাদের অনলাইন ফরম পূরণের সময় শুধু আপনি যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন সে প্রতিষ্ঠানের ইমেইল অথবা

৫ ডিজিট নিবন্ধন কোড দেয়া লাগবে। এছাড়া আপনার ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়ে তাদের সদস্য ফি প্রদান করতে হবে। আবেদন করুন এখানে