হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ অনলাইনে অধ্যয়নের সুযোগ এখন অনেক সহজলভ্য। প্রযুক্তির উৎকর্ষ ও বিশ্বায়ন লেখাপড়ার সম্পূর্ণ পদ্ধতিকে আধুনিক ব্যবস্থায় নিয়ে এসেছে। বর্তমান করোনা মহামারীতে বিশ্ব থমকে দাঁড়ালেও শিক্ষার্থীদের পড়ালেখা নিয়ে তেমন একটা উৎকন্ঠায় পড়তে হয়নি কাউকেই। কারন ঘরে বসেই এখন প্রযুক্তির সাহায্যে পাঠগ্রহণ সম্ভব হচ্ছে। তবে ঘরে বসেই যদি বিনামূল্যে পাওয়া যায় বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কোর্সে অংশগ্রহণের সুযোগ তাহলে হয়তো অনেকেই তা হাতছাড়া করতে চাইবেন না।
এসব কোর্স করলে কী কী সুবিধা পাওয়া যাবে?
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যদিও বিনামূল্যের এই কোর্সগুলো বড় ডিগ্রী বহন করেনা, তথাপি এসমস্ত কোর্সের গুরুত্ব কম নয়। প্রথমত: একটি নতুন বিষয় সম্পর্কে জেনে নেয়ার সুযোগ পাওয়া যায়। এই কোর্সগুলো পরিচালনা করেন বর্তমান সময়ে বিশ্বের অন্যতম মেধাবী শিক্ষকরা। যাদের গবেষণাকর্ম অত্যন্ত উঁচুমানের এবং যারা লব্ধ প্রতিষ্ট। সুতরাং কোর্সের মান নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই।
দ্বিতীয়ত: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এইসব খন্ডকালীন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে যেসব শিক্ষার্থী উচ্চতর গবেষণার জন্য প্রস্তূতি নিচ্ছেন তাদেরকে এ ব্যাপারে অনেক দিক নির্দেশনা প্রদান করবে। কিছুটা ধারনা পাওয়া যাবে কোর্স পাঠদানকারী শিক্ষকদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও। যা থেকে ব্যক্তিগত যোগাযোগের সুযোগও সৃষ্টি হতে পারে যেটা শিক্ষাজীবনে অনেক মূল্যবান।
তৃতীয়ত: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নেয়া যেকোন ডিগ্রী চাকুরীপ্রার্থীদের বায়োডাটা কিংবা সিভিকে অনেক সমৃদ্ধ করবে। যদিও এটা কোন চাকরির নিশ্চয়তা প্রদান করবেনা। তথাপি অন্য চাকুরীপ্রার্থীদের ভীড়ে আবেদনকারীকে কিছুটা অতিরিক্ত সুবিধা প্রদান করবে। অবশ্য ফ্রি কোর্সগুলোতে সার্টিফিকেট নিতে চাইলে সামান্য ফি প্রদান করতে হয়।
সর্বোপরি উচ্চশিক্ষায় বিশ্বের যেকোন দেশে স্কলারশীপের আবেদনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর এইসব কোর্সে অংশগ্রহনকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়। এইসব খন্ডকালীন কোর্স যদি যে বিষয়ে স্কলারশীপের জন্য আবেদন করা হবে সে বিষয়ের সাথে সম্পর্কিত হয় তাহলে এটা পরিষ্কারভাবে ফান্ড পেতে সাহায্য করবে আবেদনকারীকে।
অনলাইন কোর্স কীভাবে পরিচালিত হয়?
অনলাইনে বিনামূল্যে পাওয়া এইসব কোর্স আসলে মূল্যহীন নয়। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষকগণ কর্তৃক প্রণীত এসব কোর্স বিভিন্ন গবেষণা কাজে প্রদত্ত ফান্ড থেকে পরিচালিত হয়। বিভিন্ন সংস্থা এসব কোর্সে অনুদান করে থাকে। সেসব অনুদান থেকেই কোর্সের পরিকল্পনা প্রণয়ন এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ করা হয়।
আরও পড়ুন: বাংলা বই: অনলাইনে যেসব সাইটে পাবেন বাংলা বই, পত্রিকা ও ম্যাগাজিন
কোর্সে অংশগ্রহণের জন্য কী যোগ্যতা লাগবে?
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্সে অংশগ্রহণের জন্য তেমন কোন যোগ্যতার প্রয়োজন নেই। তবে কোর্স যেহেতু পরিচালিত হবে ইংরেজীতে সেজন্য ইংরেজী ভাষায় কিছুটা দক্ষতা লাগবে। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজী ভাষা শিখছেন তারা এইসব কোর্সে অংশগ্রহণ করলে অনেকটাই উপকৃত হবেন। একদিকে যেমন ইংরেজী ভাষা শিক্ষা হবে অন্যদিকে একটি শর্ট কোর্স সম্পন্ন করার মাধ্যমে আত্মবিশ্বাসও বাড়াতে পারবেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন ফ্রি অনলাইন কোর্সে ক্লাস করার জন্য বিশেষ বাঁধাধরা নিয়ম নেই। তবে সপ্তাহে দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করার জন্য বলা হয়েছে। এটাও শিক্ষার্থীর ইচ্ছানুসারে যেকোন সময় অনলাইনে লগিন করে প্রয়োজনীয় পাঠগ্রহন করা যাবে। তবে শিক্ষার্থীর যা থাকা লাগবে তাহল ইলেকট্রনিক ডিভাইস যেমন: ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ কম্পিউটার কিংবা ফোবাইল ফোন। সাথে ইন্টারনেট কানেকশন।