শানায়া কাপুর : বলিউডে ঝড় তুলবেন যে নতুন নায়িকা


হিন্দি সিনেমা জগতে হালের নায়িকা হলেন শানায়া কাপুর। এ সময়ে তিনিও একজন হট নায়িকা।

সহসা তাঁর অভিনীত ‘বেধড়ক’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

এটিই হবে শানায়া কাপুরের প্রথম ছবি।

কাপুর পরিবারের মেয়ে বলে তিনি যে এগিয়ে যাবেন, এতে সন্দেহ নেই। যদিও প্রথম ছবি নিয়ে তিনি কিছুটা চিন্তিত। তবে আবার সাহসও পাচ্ছেন এই ভেবে যে, কাপুর পরিবারের মেয়ে চলচ্চিত্রে আবির্ভাব মানে তাদের বিজয় সুনিশ্চিত।

কাপুর পরিবার থেকে এ প্রজন্মের সোনম কাপুর, জাহ্নবী কাপুর প্রমুখ ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। এছাড়া কাপুর পরিবারের অর্জুন কাপুরও এ সময়ে অসম্ভব জনপ্রিয় নায়ক হয়ে উঠেছেন। অর্জুন কাপুর হলেন জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের সৎ ভাই।

শানায়া কাপুরের শুরুটা হয়েছিল সহপরিচালিকার কাজ দিয়ে – কয়েকটি ছবিতে তিনি সহপরিচালিকা হিসেবে কাজ করেছেন ইতিমধ্যে। এবার এই প্রথম ‘বেধড়ক’ ছবিতে নায়িকা হিসেবে উপস্থিত হয়ে ক্যারিয়ার শুরু করতে চলেছেন শানায়া কাপুর।

তাঁর অভিনীত প্রথম ছবি ‘বেধড়ক’ -এর পরিচালক হলেন শশাঙ্ক খৈতান। ছবিতে শানায়ার সহশিল্পীরা

হলেন – গুরফতেহ পীরজাদা ও লক্ষ লালওয়ানি।

 

শানায়া কাপুর 

 

এই দুই তারকাও শানায়া কাপুরের মতো নবাগত।

বলিউডের ছবিতে হট নায়িকা হিসেবে নাম লেখানোর আগেই সোশ্যাল মিডিয়ায় শানায়া কাপুরের অনুরাগী -ভক্তের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে।

এ প্রসঙ্গে শানায়া কাপুর বলেন, ‘বেধড়ক ছবিটি মুক্তির আগেই আমার যশ -খ্যাতি

উপভোগ করতে পেরেছি। তবে ছবিটি মুক্তির পরে কি হবে – এ নিয়ে উৎকন্ঠা তো আছেই। আর সেটাই স্বাভাবিক। বলা যায়, একদিকে যেমন নার্ভাস, অন্যদিকে তেমনই উত্তেজিত। নার্ভাস হওয়ার কারণটা হচ্ছে, নিজের সেরাটা উজাড় করে দিতে চলেছি। তবে প্রথম ছবি বলে নয়, ক্যারিয়ারের পথে ‘বেধড়ক’ আমার প্রথম পদক্ষেপ। যথেষ্ট শ্রম দিয়ে, নিবেদিত হয়ে ছবির কাজ করেছি বলে আমি শতভাগ আশা করি, আমার ক্যারিয়ার দীর্ঘ ও সুন্দর হবে। তাছাড়া খুব অল্প বয়স থেকে আমার ইচ্ছে ছিল, ছবির নায়িকা হবো। অবশেষে নায়িকা হলাম। তাই আজ মনে হচ্ছে, একসঙ্গে অনেক অনুভূতি যেন আমাকে জাপটে ধরেছে।’

আরও পড়ুন: পূজা নামের পাঁচ অভিনেত্রীর কিছু অজানা তথ্য

শানায়া কাপুর আরও বলেন, ‘ছবিতে চরিত্রের সঙ্গে মিশে যেতে পেরেছি। নিজেকে প্রমাণের জন্য যেকোনো ধরনের পরিশ্রম করতে রাজি। দর্শক সাধারণ যখন বেধড়ক ছবিটা দেখবেন, তখন মনে করব, আমার পরিশ্রম তাদের চোখে ধরা পড়বেই।

ছবিটি সর্ব শ্রেণির দর্শকেরা দেখলে আমি ভীষণভাবে খুশি হব। কেননা, আমি যা করেছি, তা দেখে দর্শকরা ভীষণ আনন্দ -উপভোগ করবেন। এ দৃঢ় বিশ্বাস আমার রয়েছে।’

প্রথম ছবিতেই শানায়া কাপুর খোলামেলাভাবে উপস্থিত হতে আপত্তি তুলেননি। বেশ খোলামেলা হয়ে তিনি পর্দায় উপস্থিত হয়েছেন। দর্শকরা এ জন্য ছবি দেখে নিরাশ হবেন না।

শানায়া কাপুরের জন্ম ১৯৯৯ সালের ৩ নভেম্বর ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে। তার বাবা ও মা হলেন – সঞ্জয় কাপুর ও মহীপ কাপুর। তাঁর দাদু ও দিদিমা হলেন – সুরিন্দর কাপুর ও নির্মল কাপুর। তাঁর মাসিমা হলেন – রিনা কাপুর।

‘বেধড়ক’ ছবিতে শানায়া কাপুর নিমৃতের ভূমিকায় অভিনয় করেছেন।