এন্ড্রয়েডে বিনামুল্যে মুভি দেখার অ্যাপ


এন্ড্রয়েডে বিনামুল্যে মুভির অ্যাপে সিনেমা দেখাটা দিন দিন জনপ্রিয় হচ্ছে। সকলেই হাতের তালুতে মোবাইল রেখে দেখতে চান প্রিয় তারকাদের। তাই জেনে নিন এন্ড্রয়েডে বিনামুল্যে মুভি দেখার অ্যাপ নিয়ে কিছু তথ্য।

এন্ড্রয়েডে মুভি দেখার শতাধিক অ্যাপ রয়েছে। এগুলো কোনটি হয়তো ভাল কাজ করে। আবার কিছু হারিয়ে যায় মার্কেট থেকে। তবে এরমধ্যে অ্যাপ ব্যবহারকারীদের রেটিং অনুসারে ভাল একটি অ্যাপ হচ্ছে শোবক্স। এই অ্যাপটির অনেক পজিটিভ রেটিং রয়েছে এবং ব্যবহার কারীদের ভোটে পাঁচের মধ্যে পেয়েছে সাড়ে চার পয়েন্ট।

শোবক্স অ্যাপ দিয়ে আপনি অনলাইনে সিনেমা কিংবা টিভি সিরিজ দেখতে পারবেন কোন প্রকার ফি ছাড়াই। অ্যাপটিতে সরাসরি সম্প্রচার দেখায় তেমন একটা বিঘ্ন ঘটে না। এছাড়া অ্যাপটিতে সিনেমা কিংবা টিভি শো দেখার সম্ভাব্য সবগুলো ফিচার আছে যা ব্যবহার করা খুবই সহজ।

আগেই বলা হয়েছে এই অ্যাপ গ্রাহকদের কোন প্রকার চার্জ করে না। মানে সম্পূর্ণ ফ্রি। তাহলে এই অ্যাপটির খরচ চলে কীভাবে? সহজ উত্তর হচ্ছে স্পনসর ও বিজ্ঞাপন থেকে। যেহেতু অ্যাপটি সারাবিশ্বে বহুল ব্যবহৃত। বিজ্ঞাপন ও আসে সে অনুপাতে।

বাসায় বসে টিভিতে যখন মুভি দেখার সুযোগ নেই, মোবাইলে এই অ্যাপ ডাউনলোডের মাধ্যমে দেখতে পারবেন যেকোন স্থান থেকেই। প্রশ্ন হচ্ছে, অ্যাপটি ডাউনলোড করবেন কোথা থেকে। কারন এটি গুগল প্লেষ্টোরে নেই।

শো-বক্স অ্যাপ ডাউনলোড করার সহজ উপায় হচ্ছে সরাসরি তাদের ওয়েবসাইট ভিজিট করা। এক্ষেত্রেও একটি সমস্যা রয়েছে। তাদের নামে সার্চ করলে অসংখ্য ওয়েবসাইট চলে আসে। নামের বানানে একটু এদিক সেদিক করে অনেক স্পাম ওয়েবসাইট ব্যবহারকারীদের বিভ্রান্ত করে।

শোবক্স:মুভি দেখার অ্যাপ

সেদিক চিন্তা করেই আমরা এখানে শোবক্স ডাউনলোড করার লিংক শেয়ার করছি।

আমরা আশা করছি আপনারা সহজেই নামিয়ে নিতে পারবেন অ্যাপটি। তারপরও কিছু সমস্যা হতে পারে কোন কোন ক্ষেত্রে। নীচে আমরা এবিষয়ে অ্যাপটির অরিজিনাল সাইট থেকে কিছু তথ্য শেয়ার করছি।

আরও পড়ুন: বাংলা মুভি দেখার জন্য কয়েকটি সেরা ওয়েবসাইট

আইফোন বা অ্যাপল ডিভাইসে শোবক্স দেখা যাবে কী?

এর উত্তর হচ্ছে অ্যাপল সফ্টওয়্যার এই অ্যাপটি সাপোর্ট করেনা বিধায় আইফোন, ম্যাক, আইপ্যাড কিংবা যেকোন অ্যাপল ডিভাইসে এটি দেখা যাবে না।

সিনেমা বা মুভির সাথে সাবটাইটেল বা বর্ণনা দেখা যাবে কি?

আসলে মুভি ডাউনলোড করার সময় ভালভাবে দেখে নিতে হবে সবগুলো ফিচার অন করা আছে কীনা। তারপরও ডাউনলোড না হলে সাবটাইটেল ফিচার থেকে এটি পাওয়া যাবে।

শোবক্স অ্যাপ যখন ইনষ্টল হচ্ছে না-

বিভিন্ন কারনে এরকম হয়ে থাকতে পারে। আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড ঠিক আছে কীনা দেখে নিন। অ্যাপটি ডাউনলোডের সময় কোন প্রকার বিঘ্ন ঘটাবেন না। তারপরও মাঝপথে আটকে গেলে ফাইলটি ডিলিট করে নিয়ে আবার ইনষ্টল করুন।

অ্যাপ চলছে না কিংবা আটকে যাচ্ছে-

এর কারন হতে পারে আপনার ডিভাইসে যথেষ্ট পরিমান মেমোরী নেই। যেসব প্রোগ্রাম ব্যবহার করেন না সেগুলো ডিলিট করে নিন। এর সাথে অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, পিডিএফ ফাইল এবং ক্যাস ডিলিট করে ডিভাসের স্পিড বাড়ান।

যদি মুভির তালিকা আপডেট না হয়-

এক্ষেত্রে হয়তো আপনার অ্যাপটি পুরনো এবং আপডেটেড হয়নি। নতুন আরেকটি ফাইল ডাউনলোড করুন। পুরনো অ্যাপটি ডিলিট করে দিন যেহেতু এর দরকার নেই।