পূজা নামের পাঁচ অভিনেত্রীর কিছু অজানা তথ্য


পূজা নামে বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতে। বাংলাদেশেও একজন পূজা নামে নায়িকা রয়েছেন।

অভিনেত্রী পূজা হেগড়ে তেলেগু এবং হিন্দি ছায়াছবিতে অভিনয় করে থাকেন।

পূজা হেগড়ের জন্ম ১৯৯০ সালের ১৩ অক্টোবর ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বইতে। তাঁর বাবা ও মা হলেন – মঞ্জুনাথ হেগড়ে ও লতা হেগড়ে। পূজার পৈতৃক নিবাস ছিল ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গলুরুতে।

পূজা হেগড়ে এ পর্যন্ত বহু পুরস্কার লাভ করেছেন। ২০২০ সালে তিনি তেলেগু ছবি ‘মহর্ষি’তে অভিনয়ের মাধ্যমে জি সিনে পুরস্কার লাভ করেন। তেলেগু ছবি ‘অরবিন্দা সামেথা বীর রাঘব’ -এ অভিনয় করে পূজা হেগড়ে ২০১৯ সালে ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার লাভ করেন।

পূজা হেগড়ের যত খ্যাতি তামিল ও তেলেগু ভাষার ছবিতে অভিনয়ের মাধ্যমে। পূজা হেগড়ে ইংরেজি, মারাঠি এবং হিন্দি ইত্যাদি ভাষায় পারদর্শী এবং সাবলীল।

২০২২ সালে তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবি হল – রাধে শ্যাম, আচার্য, সার্কাস।

তামিল ও তেলেগু ভাষার ছবিতে তাঁর অভিনয় শুরু হলেও ২০১৬ সালে হিন্দি ছবি ‘মহেঞ্জোদারো’তে অভিনয় করে ভারতের সিনেমা প্রেমিকদের হৃদয়ে আসন গেঁথে নেন। এ সময়ে তাঁর অভিনীত মনে রাখার মতো ছবি হল – কিসি কা কিসি কা জান, জানা গানা মানা। ‘রাধে শ্যাম’ ছবিতে তিনি প্রেরণা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করেন। ছবিতে তাঁর সহশিল্পীরা হলেন – প্রভাস, ভাগ্যশ্রী, ঋদ্ধি কুমার, সাশা ছেত্রী, কুনাল রায় কাপুর, সত্যরাজ।

পূজা হেগড়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করার আগে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১০’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন।

পূজা ভাট –

পূজা ভাট হলেন মহেশ ভাটের কন্যা। বর্তমানে পূজা ভাট অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনা ও পরিচালনার সঙ্গে জড়িয়ে পড়েছেন। তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন এ পর্যন্ত, এরমধ্যে উল্লেখযোগ্য হলো – দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ।

পূজা ভাটের জন্ম ১৯৭২ সালের ২৪ ফেব্রুয়ারি ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বইতে।

 পূজা ভাট
ভারতীয় অভিনেত্রী পূজা ভাট

পূজা ভাট বিবাহিত জীবনে সুখী হতে পারেননি। তিনি ২০০৩ সালে বিয়ে করেছিলেন মনিষ মাখিযাকে , তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে ২০১৪ সালে।

পূজা ভাটের চলচ্চিত্রে আত্মপ্রকাশ ১৯৮৯ সালে, পিতা মহেশ ভাটের ‘ড্যাডি’ ছবিটির মাধ্যমে। পরবর্তীকালে আমির খানের বিপরীতে মহেশ ভাট পরিচালিত প্রণয়ধর্মী ছবি ‘দিল হ্যায় কে মানতা নেহি’ -এর মাধ্যমে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছিলেন। পূজা ভাট অভিনীত ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত উল্লেখযোগ্য ছবি হল – দিল হ্যায় কে মানতা নেহি, সড়ক, সাতবা আসমান, জুনুন, জনম, প্রেম দিওয়ানে, ফির তেরি কাহানি ইয়াদ আয়ি, চোর অউর চাঁদ, বয়ফ্রেন্ড, চাহাত, খিলোনা, বর্ডার, কভি না কভি, জখম, ইয়ে আশিকি মেরি, ধুন্দ – ইত্যাদি।

পরবর্তীতে পূজা ভাট অসাধারণ অভিনয় করেছিলেন  ‘সনম তেরি কসম’ ছবিতে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে।

পূজা বসু –

পূজা বসু হলেন বাংলা, তেলেগু এবং হিন্দি ছায়াছবির অভিনেত্রী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবি হল – পাপ, গ্রেট গ্র্যান্ড মাস্তি, কমেডি নাইট বাঁচাও। পূজা বসু টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘কাহানি হামারা মহাভারত কি’ -তে রাধার ভূমিকায় অভিনয় করে সর্বশ্রেণীর দর্শকের হৃদয়ে বিশেষ ঠাঁই করে নিয়েছেন। তিনি স্টার প্লাসে সম্প্রচারিত ‘তুঝ সে প্রেত লাগায় সজনা’য় বৃন্দা চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত এখন পর্যন্ত।

পূজা বসুর জন্ম ১৯৮৭ সালের ৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়। তিনি অভিনেত্রী ও মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন ২০০৭ সালে।

পূজা বসু
পূজা বসু

পূজা বসু অভিনীত উল্লেখযোগ্য ছবি হল – ভিডু থেডা, মাচো মুস্তানা, চ্যালেঞ্জ, রাজধানী এক্সপ্রেস, রকি, প্রলয়, রামইয়া বাস্তভইয়া, দিওয়ানা হল মন, ইয়ে মায়া হানাইমা, গ্রেট গ্র্যান্ড মাস্তি ইত্যাদি।

টিভি জগতে তাঁর আবির্ভাব ‘কাহানি হামারা মহাভারত কি’র মাধ্যমে। পরবর্তীতে পূজা বসু তেলেগু ছবি ‘ভিদু থেডা’য় অভিনয় করেন। বাংলা সিনেমায় তাঁর আবির্ভাব ঘটে ‘মাচো মুস্তানা’ ছবিতে, এটি মুক্তি পেয়েছিল ২০১২ সালে।

পূজা বসুর যথার্থ উত্থান ঘটে ‘চ্যালেঞ্জ’ ছবিটির মাধ্যমে। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সুপারস্টার দেব। ‘চ্যালেঞ্জ’ ছবিটি ভারতীয় বাংলা ছবির ইতিহাস পাল্টে দেয় ও আগের করা অনেক রেকর্ড ভেঙে দিয়েছিল।

পূজা বসু ২০২০ সালে কুনাল ভার্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পূজা ব্যানার্জী –

পূজা ব্যানার্জী মুলত একজন ভারতীয় টেলিভিশন তারকা। তিনি স্টার প্লাসের ‘কসৌটি জিন্দেগী কে’ ধারাবাহিক নাটকে অভিনয় করে সমধিক খ্যাতি লাভ করেছেন। নাটকে তাঁর চরিত্রটি ছিল – নিবেদিতা বসু।

পূজা ব্যানার্জীর জন্ম ১৯৯১ সালের ৮ নভেম্বর ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে। তাঁর বাবা ও মা হলেন – নীল ব্যানার্জী ও পূর্ণিমা ভট্টাচার্য।

পূজা ব্যানার্জীর উল্লেখযোগ্য টিভি নাটক হল – কুমকুম ভাগ্য, কসৌটি জিন্দেগী কি, নাগার্জুনা এক যোদ্ধা, দ্য অ্যাডভেঞ্চার, কেহেনে কো হামসফর হ্যায়, স্যুইম টিম, দেব, চন্দ্রনন্দিনী ইত্যাদি।

পূজা ব্যানার্জী
পূজা ব্যানার্জী

তাঁর অভিনয় জীবন শুরু ২০১১ সাল থেকে। অভিনয়ে আসার আগে পূজা নাগপুরের সেন্টার পয়েন্ট স্কুল এসএসসি পাস করেন এবং পরে হিসলপ কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপরে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তিনি ২০০৯ সালে জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় মহারাষ্ট্র রাজ্যে শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে পুরস্কার লাভ করেন। পূজা ২০১৭ সালে অলিম্পিয়ান সাঁতারু সন্দীপ সেজওয়ালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পূজা ব্যানার্জী টেলিভিশনে অভিনয় করা শুরু করেন ‘রোডিজ’ নাটকটি দিয়ে। এটি প্রদর্শিত হয়েছিল ২০১১ সালে। হালে তাঁর উল্লেখযোগ্য নাটক হল ‘নাচ বালিয়ে’। ২০১৯ সালে প্রদর্শিত ‘কেহনে কো হামসাফর হ্যাঁয়’ তাঁর অভিনীত উল্লেখযোগ্য একটি ওয়েব সিরিজ।

আরও পড়ুন: প্রেম নহে মোর মৃদু ফুলহার, দিল সে দহন জ্বালা

পূজা চেরি –

পূজা চেরি হলেন বাংলাদেশের ঢাকার মডেল ও অভিনেত্রী। তাঁর অভিনয় জীবন শুরু হয় শিশুশিল্পী হিসেবে। কয়েকটি ছবিতে অভিনয় করার পর ২০১৮ সালে ‘নূরজাহান’ ছবিতে তাঁর নায়িকা হিসেবে আবির্ভাব ঘটে।

পূজা চেরির জন্ম ২০০০ সালের ২০ আগস্ট বাংলাদেশের খুলনায়। তাঁর বাবা ও মা হলেন – দেব প্রসাদ রায় ও ঝর্ণা রায়। পূজা পড়াশোনা করেছিলেন সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল ও ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজে।

পূজা চেরি
পূজা চেরি

পূজা চেরি অভিনীত উল্লেখযোগ্য ছবি হল – গলুই, পোড়ামন, শান, দহন, প্রেম আমার, জ্বীন, অগ্নি ইত্যাদি।

এ সময়ে পূজা চেরকি নিয়ে বেশ আলোচনা ও গুজব রটনা চলছে। নায়ক সাকিব খানের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছেন বলেও শোনা যাচ্ছে।