শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর এখন কি হট নায়িকা?


১৯৮০ এর দশকে বলিউডের হট নায়িকা ছিলেন শ্রীদেবী। সে কথা আজও অনেকের স্মৃতিতে জ্বলজ্বল করছে। আর এই ২০২২ সালে বলিউডের হট নায়িকা হিসেবে খ্যাতি পেয়েছেন তাঁরই কন্যা জাহ্নবী কাপুর।

বনি কাপুর আর শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর এসময় বলিউড মাতিয়ে দিয়েছেন। খোলামেলা ভাবে পর্দায় তাঁর উপস্থিতি দেখে দর্শকরা বলতে শুরু করে দিয়েছেন, মায়ের চেয়েও মেয়ে কম নয়। মাকে সে ছাড়িয়ে যাবে। মায়ের চেয়েও মেয়ে বেশি হট পোশাকে -আশাকে উপস্থিত হচ্ছেন। নৃত্যে তো জাহ্নবী কাপুর এক নতুন চমক, নতুন বৈভব।

জাহ্নবী কাপুরের চলচ্চিত্রে আত্মপ্রকাশ ২০১৮ সালে  ‘ধড়ক’ ছবিটি দিয়ে। এরপরে তিনি অভিনয় করেছেন – ‘গুঞ্জন সাক্সেনা’, ‘দ্য কারগিল গার্ল’, ‘গুডলাক জেরি’, ‘ঘোস্ট স্টোরি’, ‘রুহি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ প্রভৃতি ছবিতে। এ ছবিগুলিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সবার মুখে মুখে এখন জাহ্নবী কাপুর।

 

জাহ্নবী কাপুর

 

জোয়া আখতারের ওয়েব সিরিজেও তিনি অভিনয় করে সবার মুখে মুখে তাঁর নামটি এখন। প্রযোজক ও পরিচালকরাও অবশেষে ‘মিলি’ ছবিটি দেখে বলতে বাধ্য হয়েছেন, ‘মা শ্রীদেবীর মতো তিনিও খ্যাতি পাবেন’।

২০২১ সালে তাঁর বাবা বনি কাপুর প্রযোজিত ‘মিলি’ ছবিটির শুটিং শেষ হওয়ার পর সম্প্রতি এর টিজার মুক্তি পেয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর বলেছেন, ‘বাবার সঙ্গে এই প্রথম তাঁর ছবিতে অভিনয়। এতদিন প্রযোজক হিসেবে তাঁর সম্পর্কে অনেক কথা শুনেছি, বাবার ছবিতে কাজ করতে গিয়ে বুঝলাম কীভাবে তিনি হৃদয় সপে ছবির দিকে খেয়াল রাখেন।’

আরও পড়ুন: বলিউডে ঝড় তুলবেন যে নতুন নায়িকা

জাহ্নবী কাপুর আরও জানান, ‘আমার বোন খুশি কাপুরও এরমধ্যে চলচ্চিত্র জগতে যোগ দিয়েছে। তাকে দেখা যাবে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবিতে। আমরা দুই বোন খোলা মন নিয়ে কাজ করি। অনেকেই বলেন, আমাদের দু’বোনের চোখেমুখে সব সময় অদ্ভুত এক পবিত্রতা থাকে। এটা একটা বিশেষ কিছু নাকি – কিন্তু আমার কাছে তো তা মনে হয় না।’

জাহ্নবী কাপুর দুঃখ করে বলেন, ‘অনেকেই মনে করে, বলিউডে আমার জায়গা বুঝি পাকাপোক্ত। আসলে এটা সবচেয়ে বড় ভুল ধারণা। কারণও আছে, যেহেতু আমি সিনেমা পরিবার থেকে এসেছি, অনেক সুযোগ -সুবিধা পাই। এটা ডাহা মিথ্যা কথা। কত কঠোর পরিশ্রম করে আগাচ্ছি, তা কেউ বুঝেও বুঝতে চান না। মনে করে, আমি বনি কাপুর ও শ্রীদেবীর মেয়ে তাই সকল সুযোগ সুবিধা পাচ্ছি। এরকম বলা সঠিক নয়।’

 

জাহ্নবী কাপুর

 

 

জাহ্নবী কাপুরেের জন্ম ১৯৯৭ সালের ৬ মার্চ ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইতে।

তাঁর অভিনীত প্রথম ছবি ‘ধড়ক’ এ তাঁর বিপরীতে অভিনয় করেন নবাগত নায়ক ঈশান খট্টর। ‘ধড়ক’ ছিল নাগরাজ মঞ্জুলের মারাঠি ভাষার ‘সৈরাট’ ছবির হিন্দি পুননির্মাণ।

জাহ্নবী কাপুরের পরবর্তী ছবি ‘বাওয়াল’ – এ ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

জাহ্নবী কাপুররা আপন দুই বোন – জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। তার সৎ ভাই হলো – অর্জুন কাপুর। জাহ্নবী কাপুরের সৎ মা হলেন – মোনা শৌরি কাপুর। জাহ্নবী কাপুরের চাচা হলেন অনিল কাপুর ও সঞ্জয় কাপুর। চাচাতো বোন হলেন সোনম কাপুর।

আরও পড়ুন: পূজা নামের পাঁচ অভিনেত্রীর কিছু অজানা তথ্য

বলা যায়, জাহ্নবী কাপুর বলিউডে ইদানীং যেভাবে ব্যস্ত হয়ে পড়েছেন, তাতে তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হবে।

অভিনয়, নৃত্য, সেক্স অ্যাপিল প্রদর্শন সব কিছুতে তিনি আজ এগিয়ে – তাই জাহ্নবী কাপুরের যথার্থ উত্থান ঠেকানোর কোনো উপায় নেই প্রতিদ্বন্দ্বী তারকাদের। তিনি যে হট নায়িকা – দর্শকও তো চায় কিছু গরম গরম দৃশ্য। আর তা অবধারিতভাবে দিয়ে যাচ্ছেন জাহ্নবী কাপুর।

সবচেয়ে মজার ব্যাপার, জাহ্নবী কাপুরের বাবা বনি কাপুর এতদিন ধরে ছবি প্রযোজনা করে আসলেও কোনোদিন রূপালী পর্দায় অভিনয় করেননি। এ প্রসঙ্গে জাহ্নবী কাপুর বলেন, ‘বাবা বনি কাপুর এই প্রথমবারের মতো অভিনয় করবেন। প্রযোজক হিসেবে এতদিন বলিউডে কাটিয়ে দিলেও প্রথমবার পর্দায় দেখা যাবে লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া ছবিতে।

তাঁর পিতার চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে অনেকটা মজা করে জাহ্নবী কাপুর বলেন, ‘আমি কিন্তু বাবার চেয়েও সিনিয়র বিশেষকরে অভিনয়ের ক্ষেত্রে। তিনি আমার পরে সিনেমায় অভিনয় শুরু করলেন।’