টসে হেরে ব্যাটিংয়ে নেমে চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট প্রথম ম্যাচে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড ৩৫১ রানের বড় স্কোর সংগ্রহ করেছে। উদ্বোধনী ব্যাটার বেন ডাকেটের ১৬৫ রানের বড় ইনিংসে ইংল্যান্ড অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন চ্যালেন্জিং স্কোর দিতে সক্ষম হয়।
বেন ডাকেটের ইনিংসে ছিল ১৭টি চার ও ৩টি বিশাল ছক্কা। ৪৭.২ বলে আউট হওয়ার আগে ইংল্যান্ডের এই ওপেনার শেষ পর্যন্ত ১৬৫ রানের চমকপ্রদ ইনিংস উপহার দেন।
লাহোরের গাদ্দাফি ষ্টেডিয়ামের ব্যাটিং অনুকুল পিচে টসে জিতে রান চেজিংকেই বেছে নেন অষ্ট্রেলিয়ান অধিনায়ক। দ্বিতীয় ওভারেই সাফল্যের মুখ দেখেন অষ্ট্রেলিয়ান বোলার বেন দ্বারবেশ। ওপেনার ফিল সল্ট আউট হয়ে যান ১০ রানের সংগ্রহে।
ওয়ানডাউনে নামা জেমি স্মিথ ১৩ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরেন। দলীয় রান ছিল ৪৩। এরপর জো রুট আর বেন ডাকেট মিলে একটি বড় পার্টনারশিপ গড়েন। এই দুইজন সংগ্রহ করেন ১৫৮ রান।
ইংল্যান্ডের নির্ভরতার প্রতীক জো রুট করেন ৬৮ রান। তার ইনিংসে চারের মার ছিল ৪টি। ৭৮ বলের এই ইনিংসে জো রুট ষ্ট্রাইক রোটেট করে খেলেন।
রুট আউট হওয়ার পর হ্যারি ব্রুকও ফিরে যান ৩ রানে। এরপর মিডল অর্ডারে আর কেউই পরিস্থিতির দাবি অনুযায়ী খেলতে পারেননি। ফলে সম্ভাবনা জাগিয়েও চারশ রানের সংগ্রহ করতে পারেনি ইংল্যান্ড।
জস বাটলার ২১ বলে ২৩ আর লিয়াম লিভিংষ্টোন ১৭ বলে ১৪ রানে ফিরে গেলে ইংল্যান্ড সাড়ে তিনশ করতে পারে কীনা সেটা নিয়েই প্রশ্ন দেখা দেয়। তবে জোফরা আর্চার দুই চার আর এক ছক্কা হাঁকিয়ে ১০ বলে ২১ রান করলে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ সাড়ে তিনশর ওপরে যায়।
চলতি চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট ম্যাচে ইংল্যান্ড অষ্ট্রেলিয়া দুই দলেরই এটি প্রথম ম্যাচ। বি গ্রুপের এই দুটি দলের সাথে আরও আছে আফগানিস্থান এবং দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: সাকিব আল হাসান যেসব রেকর্ড গড়লেন নতুন করে