ঢালিউড: সিনেমা তৈরি না বাচ্চা উৎপাদন?


সিনেমা তৈরি না বাচ্চা উৎপাদন?

ইদানীং ঢাকার চিত্রজগতে ছায়াছবির চাইতে গোপনে বিয়ে আর গোপনে বাচ্চা উৎপাদনের কেচ্ছা কাহিনী ছবির গল্পকে হার মানিয়ে দিয়েছে। বাচ্চা উৎপাদনের এই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে যখন দর্শক ব্যস্ত হয়ে পড়েছে তখন ঢাকার ছবি দেখার সময় আর কোথায়? কোথায় বা ফুরসৎ?

তাই প্রশ্ন উঠেছে, গোপনে বিয়ে আর বাচ্চা উৎপাদন হওয়ার জগৎ কী এখন ঢাকার সিনেমা? সবার মুখে মুখে এখন একটাই সংবাদ, এক নায়ক বিরতি দিয়ে দিয়ে তিন তিনবার গোপনে বিয়ে করেছেন। প্রথম ঘরে তাঁর এক পুত্র সন্তান, দ্বিতীয় ঘরে এক পুত্র সন্তান আর তৃতীয় ঘরে এক পুত্র সন্তান। যা এতদিন ধরে গোপন ছিল। যা এখন সবাই জানতে পেরেছেন, মিডিয়ায় বদৌলতে।

ওই নায়ক কখন যে কাকে বিয়ে করেন, তা অজ্ঞাত। সবার কাছেই অজানা। একজন দরিদ্র যুবক বিয়ে করলেও নিকটজনকে জানিয়ে বিয়েশাদী করেন। আর এই নায়ক বিয়েশাদি করলেও তা বারবার লুকিয়ে রাখেন।

স্ত্রী ও সন্তানকে যখন স্বীকৃতি দিতে চান না তখনই বাচ্চার মায়েরা বাচ্চা নিয়ে উপস্থিত হন মিডিয়ার দ্বারস্থ।

আরও পড়ুন:বঙ্গনায়িকা রাখী গুলজার যেভাবে মাতিয়ে ছিলেন বোম্বে

তাই আজ চারিদিক সরব – রাত্রি, অপু, বুবলি নামগুলি। এর সঙ্গে আরও কয়েকটি নাম ইদানীং শোনা যাচ্ছে। আর তারা যে কবে বাচ্চা নিয়ে মিডিয়ার দ্বারস্থ হবেন, সেদিনটির অপেক্ষা শুধু এখন।

কিন্তু তিন ঘরে তিন বাচ্চা উৎপাদন নিয়ে বাচ্চা উৎপাদনের কারিগর অর্থাৎ নায়ক সাকিব খান সম্ভবত এ সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব। তিনি এ সময় সবচেয়ে বেশি আলোচিত। কেউ কেউ বলতে শুরু করেছেন, তিনি বাচ্চা উৎপাদন করে ঢাকার চলচ্চিত্র জগতকে সরব করে রেখেছেন।

বুবলি
শাকিব খানের পুত্র সন্তানের মা হয়েছেন বুবলি

 

ঢাকার সিনেমা পচতে পচতে বুড়িগঙ্গার দুষিত পানিতে এখন হাবুডুবু খাচ্ছে। ছবি যা কিছু নির্মিত হচ্ছে, তারমধ্যে হাতেগোনা কয়েকটি ছবি ব্যবসা করতে পারছে বলে আমরা মিডিয়ার সূত্রে জানতে পারি।

ছবি দেখার ধৈর্য্য আজকাল অনেকেই হারিয়েছেন। একসময় ঢাকার সিনেমার প্রতি দর্শকের আগ্রহের অভাব ছিল না। দলে দলে দর্শকরা দেখেছেন রাজ্জাক অভিনীত ‘বেহুলা’, ‘জীবন থেকে নেয়া’, অবুঝ মন’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘রংবাজ’ সহ কত কি ছায়াছবি। দর্শকেরা সেই দিনগুলোতে ছবির কাহিনী, গান, নাচ -সহ তারকাদের অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। তারকাদের চরিত্র নিয়েও সে রকম কিছু মারাত্মক কোন ঘটনা ঘটেছে বলে শুনিনি। তবে ছবির তারকাদের জীবনে প্রেম এসেছে, এটাতো স্বাভাবিক ব্যাপার স্যাপার। প্রেম করা, সবাইকে জানিয়ে  বিয়ে করা, তারপরে সবাইকে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ  করার বিষয়টি কেউ কখনও কোনদিন গোপন করেননি। বহু আগে প্রেম করেছিলেন শবনম -রবিন ঘোষ ; আজিম -সুজাতা ; কাজী জহির -চিত্রা সিনহা ; জহির রায়হান -সুচন্দা, সে কথা তাঁরা কখনও গোপন করেননি। বিয়ের অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে খাওয়া -দাওয়া করিয়ে দিয়েছিলেন।

এরকম আরও অনেকে, যেমন কবিতা -গোলাম কবির ; রোজিনা -ফজলুর রশীদ ঢালি ; এফ, কবীর চৌধুরী -অঞ্জু ঘোষ ; মালেক আফসারি -রোজী সামাদ তাঁরা কেউই তাদের প্রেম – বিয়ে গোপন রাখেননি, বরং ঘটা করে প্রেসকে জানিয়ে বিয়ের উৎসব -অনুষ্ঠানাদি করেছিলেন। তবে ১৯৮০ এর দশকে এক নায়িকার ফিল্মে আসার আগে কয়টি বিয়ে ছিল তাঁর, সে সংবাদ প্রকাশ করার কারণে  ‘আনন্দ বিচিত্রা’র এক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার কাহিনীও ভুলে যাওয়ার নয়।

আর এখন কি হচ্ছে? ‘চুপি চুপি বিয়ে করেছি, করেছি বাচ্চা উৎপাদন, বলো না -বলো না – কাউকে বলো না,  সাংবাদিক -পাবলিক জেনে যাবে’। আর এদিকে গোপনে বিয়ে করে বাচ্চা উৎপাদনের পরে আজকালকার নায়িকারা যখন দেখেন সংসার আর চলছে না। নায়ক সাহেব আর খোঁজখবর নিচ্ছেন

না – আসছেন না, অর্থ সম্পদের ভাগবাটোয়ারা দিচ্ছেন না তখনই অভিযোগ শুরু করে দেন জনসমক্ষে।

 

Bubli_Pregnant
বুবলি: গর্ভবতী থাকাবস্থায়

নিরুপায় হয়ে অপু বিশ্বাসের মত অভিনেত্রীরা আগের মতো ছবিতে কাজ না পেয়ে বেকার জীবন কাটান। আর তাই তো অর্থনৈতিক সংকটে পড়ে নায়ক সাহেবকে অনেক খুঁজেও যখন কাছে পান না তখন তাঁরা অসহায় বোধ করেন।  হয়ে যান দিশাহারা, অনেকটা জ্ঞানহারা । এ অবস্থায় তখন তাঁরা বলতে বাধ্য হন, গোপন কথাটি। অর্থাৎ গোপনে বিয়ে করার সেই কথাটি। সেই সঙ্গে বাচ্চা উৎপাদন ও বাচ্চা প্রদর্শন করেও চলছেন তাঁরা।

অর্থাৎ এ সময়ে একেকজনে মিডিয়ায় একেকটি বাচ্চা প্রদর্শন করে জানান দিয়ে যাচ্ছেন, এরা যে নায়ক সাহেবের উৎপাদিত বাচ্চা।

তবে ইদানীং ঢাকার চিত্রজগতে যা কিছু হচ্ছে, তা হাস্যকর ঘটনায় যেন রূপ নিয়েছে। আবার কেউ কেউ তালিও বাজাচ্ছেন।

আরও পড়ুন: রানী মুখার্জী মানেই ছিল বাঙালির বুক ফুলিয়ে ঘোরা

দু’চারজনের কারণে বাচ্চা উৎপাদন ঘটনা চারিদিক আজ সরব করে তুলেছে। গোপনে বিয়ে করা, গোপনে বাচ্চা উৎপাদন করার মুখরোচক ঘটনা আজ সবার মুখে মুখে।

দর্শকেরা ঢাকার সিনেমা দেখে আর কি করবে?

সোশ্যাল মিডিয়ায় গোপনে বিয়ে, গোপনে বাচ্চা উৎপাদনের কেচ্ছা কাহিনী শুনতে শুনতে আর তা ভিডিওতে দেখতে দেখতে শুধু ভাবছে, গোপনে বিয়ে, গোপনে বাচ্চা উৎপাদন ঘটনা ছায়াছবির সকল কাহিনীকে আজ হার মানিয়ে দিয়েছে।

এই হার মানা ঢাকার সিনেমার দুরাবস্থা কি আরও এক ধাপ বাড়িয়ে দিল?